সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা ২ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল মনোনয়ন ফরম দাখিল করেছেন।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৩০ বৃহস্পতিবার সকালে তিনি এ মনোনয়ন ফরম দাখিল করেন।এসময় সাংবাদিকদের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, এ পর্যন্ত দেশ ও জনগণের যত উন্নয়ন হয়েছে তা কেবল আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়েই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। স্মার্ট রাষ্ট্রের প্রতিটি নাগরিকও হবে স্মার্ট।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম খান,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার,বোরহানউদ্দিন পৌরসভার
মেয়র রফিকুল ইসলাম,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আফতাব ইউসুফ রাজ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান প্রমুখ।