তুহিন খন্দকার, ভোলা:
ভোলা লালমোহনে বয়লার মুরগি বিক্রয়কে কেন্দ্র করে মুদি ব্যবসায়ী মোস্তফা ও সুমনের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে উভয়ের মাঝে হাতা হাতি হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লালমোহন উপজেলা পাটোয়ারী হাট বাজারে ওই ঘটনা ঘটে।
মোস্তফা উপজেলার ধলীগৌর নগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মো: ইয়াছিন মিয়ার ছেলে ও সুমন একই এলাকার নুর হোসেন মিয়ার ছেলে। দুইজনই পাটোয়ারী হাট বাজারের ব্যবসায়ি।
বাজারের ব্যবসায়ীরা বলেন, মোস্তফা ভন্ড প্রকৃতির লোক। তার কারনে বাজারে ব্যবসা করা কঠিন হয়ে পরছে। এলাকায় তাকে সবাই ভন্ড মস্তফা নামে চিনে। তার পুরো পরিবারের লোকজন প্রতারক ও ভন্ড। মোস্তফা ও তার ভাইদের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারি ঘটনা রয়েছে। সে বাজারে বিভিন্ন দেকান থেকে কাষ্টমার সদায় নিয়ে যাওয়ার সময় কাস্টমারদের ডেকে মালামালের দাম বেশি রাখা হয়েছে ও মালের গুণগত মান নিয়ে বিভিন্ন রকম বাজে মন্তব্য করে কাস্টমারের মাঝে বিভ্রান্তি ছড়ায়। পাটোয়ারী হাট বাজারে মোস্তফা ব্যবসার পরিবেশ বিনষ্ট করছে।
ব্যবসায়ী সুমন ও মোস্তফার সাথে হাতা হাতির ঘটনাকে কেন্দ্র করে মোস্তফার বড় ছেলে আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে লিখে তার বাবার কাছে সুমন তিন লক্ষ টাকা চাঁদা দাবি ও দোকানের টাকা লুট করেছে। ফেসবুকে এরকম মিথ্যা পোস্ট দেখে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার বিকালে পাটোয়ারী হাট বাজারে মোস্তফার বিরুদ্ধে ব্যবসায়ীরা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন।