ডা. মোঃ মহিউদ্দিন
————————-
ভোলা জেলায় আছে
বহু দর্শনীয় স্থান,
বঙ্গোপসাগরের কোল ঘেষা
এ জেলা প্রাকৃতিক সৌন্দর্যের
এক বিশাল উদাহরণ।
আছে দেখার মত অসংখ্য পর্যটন,
দেখতে চাইলে
এ জেলায় এসে ঘুরে যাবেন।
আছে চর পাতিলা নারিকেল বাগান,
চরাঞ্চলে গরু – মহিষের বাতান।
দেশ বিখ্যাত মহিষের দধি
এ জেলার বাড়িয়েছে সম্মান।
শুধু সুন্দর বনেই নয়
মনপুরায় আছে বহু চিত্রা হরিণ।
সারি সারি নারিকেল, সুপারি বাগান
দেখতে পিরামিডের ন্যায়
নিজাম হাসিনা কমপ্লেক্স
মসজিদ ফাউন্ডেশন।
শেখ রাসেল শিশু পার্ক বিনোদন।
প্রশান্তি পার্ক বেতুয়া পর্যটন।
দক্ষিণ এশিয়ার সবচেচয়ে
উঁচু টাওয়ার চরফ্যাশন।
আছে স্কয়ার ফ্যাশন।
এ জেলায় ২১ টি চর- দ্বীপ দেখবেন
সেথায় আছে অতিথি পাখিদের বিচরণ।
সৈকত তুলা তুলী শাবাজপুর পর্যটন।
গ্যাস কেন্দ্র সেথায় হয় বিদ্যুৎ উৎপাদন
প্রাকৃতিক সাজে সজ্জিত
রিভারভিউ বোরহানুদ্দিন।
আছে কেন্দ্র ইলিশ উৎপাদন
সুরম্য ভোলা পৌরসভার ভবন
এখানে আছে নানান জাতেঘর কুকুর
যা পতুর্গীজদের নিদর্শন ।
আছে উপকূলীয় সবুজ বেষ্টন।
ফাতেমা খানম মসজিদ
তারুয়া সমুদ্র সৈকত
সূর্য অস্ত উদয় দেখতে চাইলে যাবেন।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘর
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
আমাদের ভোলার শ্রেষ্ঠ সন্তান।
প্রাকৃতিক সাজে সজ্জিত ঢালচর
যেন সৃষ্টির সেরা অশেষ দান।
ভোলা শহরে আছে দুদুমিয়ার মাজার
বহু স্কুল কাম সাইক্লোন সেল্টার
নান্দনিক জেনিক খামারবাড়ি
সি বিচ চর কুকড়ী মুকড়ী
চরফ্যাশন নজরুল নগর খামারবাড়ি
কালের সাক্ষী সুরম্য জমিদার বাড়ি