রাহাত হোসেন ভোলা প্রকাশঃ
ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানা এলাকায় অটোরিকশা চাপায় নুর হোসেন নামের ষাটোর্ধ্ব এক পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে দক্ষিণ আইচা থানা এলাকার চর মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নুর হোসেন চর মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বৃহস্পতিবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশার চাপায় নুর হোসেন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে তার মৃত্যু হয়। অটোরিকশাটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।