স্টাফ রিপোর্টার , ভোলা প্রকাশ।।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে সংবলিত লিফলেট বিতরণ ও পথসভা ভোলার তজুমদ্দিন উপজেলা ও লালমোহন উপজেলায় স্বেচ্ছাসেবক দল আয়োজন করে
বৃহস্পতিবার ( ৬ ডিসেম্বর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা ও তজুমদ্দিন উপজেলায়
বিভিন্ন বাজারে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধানের শীষের প্রতীক লিফলেট বিতরণ ও পথসডার আয়োজন করে সেচ্ছাসেবক দল।এতে নেতৃত্বে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সরোয়ার ভূঁইয়া রুবেল, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন,কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির, মীর মোস্তাফিজুর রহমান রনি, এবিএস সালাম, মাকসুদুর রহমান হিরন, যুগ্ম সম্পাদক কামাল মোল্লা, আমজাদ হোসেন, কামাল হোসেন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমনসহ লালমোহন ও তজুমদ্দিন উপজেলার স্থানীয় সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পথসভায় বলেন আমরা আগে কেউই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্রে গেলে বলে আপনাদের ভোট হয়ে গেছে আপনারা চলে যান। উৎসব মূখর পরিবেশের ভোটের ব্যবস্থাপনা পুরোটাই ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আগামীতে সুস্থ ও সুন্দরভাবে উৎসব মূকর পরিবেশে নির্বাচন হবে আপনি আপনার ভোট কেন্দ্রে গিয়ে আপনার পছন্দের মত প্রার্থীকে আপনি ভোট দিতে পারবেন, আপনার যাকে খুশি আপনি তাকে ভোট দেন, বিএনপিকে ভালো লাগলে দিবেন আর না ভালো লাগলে যাকে খুশি তাকে আপনি ভোট দিবেন। এ কথাগুলি বলার পর পথচারীকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধানের শীষের প্রতীক লিফলেট হাতে তুলে দেন। পথসভায় আরো বলেন দলের বিশৃঙ্খলা কারীদের ও চাঁদাবাজ ও ভূমি দখলদের কে দলে জায়গা দেওয়া হবে না এবং নতুন করে কোন হাইব্রিডকে যেন দলে জায়গা না দেওয়া হয় সকলকে সতর্ক করে বলেন দেশে এখনো ষড়যন্ত্র চলছে আপনারা সকলে একত্রিত হয় দলের ভিতরে কোন গ্রুপিং না রেখে একসাথে দলের জন্য কাজ করে যাবেন।