আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ভোলা জেলা বিএনপির কার্যালয় প্রসঙ্গে এই যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক এই যৌথ কর্মীসভায় জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সরোয়ার ভুইয়া রুবেল, কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাইদুর রহমান শামিম, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, যুগ্ম সম্পাদক নাকিব চৌধুরী সহ প্রমুখ।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দিপু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন, সদস্য আমানুল্লাহ আমান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে যাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত রাজপথ দখলে রাখতে হবে। আওয়ামী লীগের কোন দোসর যেন বিএনপির কোন অঙ্গসংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আগামীতে প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন ধরনের অন্যায় জুলুম, ভয় নয় বরং উদারতা দিয়ে, ভালবাসা দিয়ে জনগণের মন জয় করতে হবে। মনে রাখতে হবে বিশৃঙ্খলাকারী বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলে থাকতে পারবে না। মানবিক সমাজ বিনির্মানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।