স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে ভোলায় ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন কিশোরীকে প্রথমবারের মতো বিনামূল্যে এই এইচপিভি টিকা বিতরণ করা হবে।
জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আজ সোমবার সকালে ভোলা সিভিল সার্জেন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান ভোলার সিভিল সার্জন মুহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় তিনি বলেন, বাংলাদেশে নারীদের স্তন ক্যান্সারের পরে ২য় সর্বোচ্চ জরায়ুমুখ ক্যান্সার। তাই এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখে ক্যান্সার রুখে দিন।
বাংলাদেশ সরকারের উদ্যোগে আগামী ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে “৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী” এবং “১০ থেকে ১৪” বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে।
ভোলার ৭ উপজেলায় ৫২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন শিক্ষার্থীর মাঝে এ টিকাদান প্রদান করা হবে।
১৮ কর্ম দিবসের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তার মধ্যে প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্র সমূহে এবং পরবর্তী আট কর্ম দিবসের নিয়মিত ইপিআই স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইন থেকে টিকা পেতে “www.vaxepi.gov.bd” ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এছাড়াও নিবন্ধনে ব্যর্থ শিক্ষার্থীরা জন্মনিবন্ধনের সনদ নিয়ে টিকা কেন্দ্রে গিয়ে তাৎক্ষণিকভাবে টিকা নিতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন ডব্লিউ এইচও এর মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ খৈয়াম ফারুকীসহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।