ভোলায় জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদকঃ ভোলা প্রকাশঃ
বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যের আলোকে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে ৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলামের সভাপতিত্বে সমবায় দিবস ও বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন শীর্ষক প্রতিপাদ্যের উপর গুরুত্ব রেখে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা এইচ.এম শামীম,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জসিম উদ্দিন,উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সমবায়ীরা সভায় উপস্থিত ছিলেন।