ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ওসি মুরাদ।
স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ভোলা জেলার বেস্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ)।
বৃহস্পতিবার (২২ জুন) জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে শ্রেষ্ঠ ওসি পুরস্কার স্বরূপ ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহিরুল ইসলাম হওলাদার, সহকারি পুলিশ সুপার (তজুমদ্দিন ও চরফ্যাসন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, সকল ইউনিটের অফিসার ও ফোর্সগন উপস্থিত ছিলেন।
এ সময় ওসি মোঃ মাকসুদুর-(মুরাদ) সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।