শিরোনাম
সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম গোল্ডকাপ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মাফরুজা সুলতানা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত বোরহানউদ্দিনে অসহায়-দুস্থদের ঘরে কম্বল পৌছে দিলেন বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানা আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে আগামীর ভোলা হবে উন্নয়নের নগরী- বিজেপি দেশের কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি:মাফরুজা সুলতানা  বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন রাইসুল সভাপতি ও কায়েদ সম্পাদক  তজুমদ্দিনে যথাযােগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার আগমন উপলক্ষে বোরহানউদ্দিনে হাজার হাজার জনতার ঢল

NEWS ROOM / ৩৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
১৯ আগস্ট সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোরহানউদ্দিন উপজেলা শাখার আহ্বায়ক ও ভোলা- ২ (দৌলতখাঁন ও বোরহানউদ্দিন) সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিনী মাফরুজা সুলতানার বোরহানউদ্দিনে আগমন উপলক্ষে হাজারো জনতার ঢল নেমেছে এবং হাজারো মানুষের ভালোবাসার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার বোরহানউদ্দিনে আসার খবরে কোন পূর্ব আয়োজন ছাড়াই কয়েক হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখতে ও তাকে স্বাগত জানাতে পৌঁছে যান হাকিমুদ্দিন লঞ্চঘাটে। এসময় দলীয় নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
দলীয় নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রী’র গাড়ী বহর নিয়ে উপজেলা সড়কে নেত্রীর বাসভবন কুড়ালিয়া হাউজে উপস্থিত হন। এসময়, উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাবা মাফরুজা সুলতানা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি দলীয় নেতাকমীর্দের উদ্দেশ্য বলেন—আজ বৃষ্টিস্নাত দিনে আপনারা আমাকে বরণ করতে যে কষ্ট করেছেন। আমি আপনাদের এই ভালবাসার ঋণ কখনো শোধ করতে পারবোনা।আজ আপনারা যে ভাবে সুশৃঙ্খল থেকেছেন ভবিষ্যতে এ ভাবে সুশৃঙ্খল থেকে দলের জন্য কাজ করে যাবেন এবং দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
এ সময় তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বিশ্বে একটি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে পরিচিত,বিএনপি দেশ ও দেশের মানুষের কথা বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের মাধ্যমে আপনাদের স্বাধীনতা আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি,বিএনপি সন্ত্রাসীতে বিশ্বাসী নয় আমরা সুশৃংখল ও সন্ত্রাস প্রতিরোধে বিশ্বাসী,এ সময় তিনি দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য যে সোমবার (১৯ আগষ্ট) বিকেলে ফেয়ারী শিপিং লাইন্সের একটি লঞ্চে ভোলার বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন লঞ্চঘাটে পৌঁছুলে সেখানে ভোলা-২ বোরহানউদ্দিন ও দৌলতখাঁনের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
হাকিমুদ্দিন লঞ্চঘাটে উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা কে ফুলেল শুভেচ্ছা জানান বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যডভোকেট কাজী আজম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, যুগ্ন আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ আলম,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,পৌর বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান লিটন, সহ সভাপতি বশির আহমেদ, সহ সভাপতি আলী আকবর পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন,পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার,সদস্য সচিব আতিফ আসলাম রুবেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি