বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে বেসরকারি সংস্থা ঊষা বাংলাদেশ প্রকল্পের বোরহানউদ্দিনের সমন্বয়ক কে অবরুদ্ধ করে রেখেছে প্রশিক্ষণার্থীরা।পরবর্তীতে প্রশিক্ষনার্থীদের প্রাপ্য দেওয়ার প্রতিশ্রুতিতে মুক্ত করা হয়।।
প্রশিক্ষণার্থীদের অভিযোগে জানা যায়- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর ও ঊষা বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন ছিন্নমূল, অনগ্রসর, এতিম,ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। বোরহানউদ্দিন উপজেলায় তারই অংশ হিসেবে ৪টি ট্রেডে প্রশিক্ষন দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী ট্রেডের প্রশিক্ষণ শেষে ১৫ হাজার টাকা মুল্যের মালামাল ও যাতায়াত বাবদ দৈনিক ১৫০ টাকা ভাতা প্রদান করার কথা থাকলেও ঊশা বাংলাদেশ বোরহানউদ্দিন এর সমন্বয়ক কামাল কারসাজি করে ৫০ টাকা করে দিয়ে ১০০ টাকা বাকি রাখেন। প্রশিক্ষণের আজ সমাপনী অধিবেশনে যাতায়াতের বাকী ৬০০০ টাকা দেওয়ার কথা থাকলেও অর্ধেক কেটে রেখেছে এবং ১৫০০০ টাকার মালামাল সামগ্রী দেওয়ার কথা থাকলেও ১৫শত টাকার মালামাল দেয়। এবং মালামাল প্রদান না করে ২০% টাকা কেটে নেয়।এ ছাড়া প্রশিক্ষণার্থীরা ভাতা নিয়ে নয়-ছয় করার ফলে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর আগামী মঙ্গলবার প্রশিক্ষণার্থীদের বকেয়া টাকা ও প্রাপ্য মালামাল প্রদান সাপেক্ষে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষন কেন্দ্র ছেড়ে চলে যায়।
এ ব্যাপারে প্রশিক্ষণার্থী ইমরান, শায়েদ সহ অনেকেই অভিযোগ করে বলেন, প্রশিক্ষন চলাকালে প্রতিদিন দুপুরে খাবারের নিয়ম অনুযায়ী নিম্নমানের খাবার সরবরাহ করা হয়। তারপর ও আমরা কোন অভিযোগ করিনি। কিন্তুু আমাদের প্রাপ্য পাওনা না দেওয়ায় আমরা তাকে অবরুদ্ধ করতে বাধ্য হই। আগামী মঙ্গলবার টাকা ও মালামাল দেওয়ার অঙ্গীকার করায় আমরা প্রশিক্ষন কেন্দ্র থেকে চলে আসি।
এ বিষয়ে প্রকল্পের বোরহানউদ্দিন উপজেলা সমন্বয়ক কামাল হোসেনের বলেন, যাতায়াতের টাকা নগদ কিছু দেওয়া হয়েছে, ৬০০০ টাকা বাকি ছিলো, এর মধ্যে মালামালের ২০% কর্তন করা হয়, বাকী ৩০০০ টাকা অনেকেরে দেওয়া হয়েছে বাকীরা পাবে। তবে যারা রেগুলার উপস্থিত ছিলেন তারা সম্পূর্ন যাতায়াতের টাকা পাবে। তাছাড়া উদ্ধর্তন কর্মকর্তার নিদ্দেশ ছাড়া আমার কিছু করার নাই।
বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন বলেন, বেসরকারী সংস্হা ঊষা যদি কোন অনিয়ম করে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।