নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশ:
ভোলার বোরহানউদ্দিনে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. গিয়াসউদ্দিন নামের একজন কে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
আটক গিয়াসউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষীপুর ১ নাম্বার ওয়ার্ডের সাহেব আলীর ছেলে।
উপজেলার কুতুবা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডে সোমবার দিবাগত রাত ১০ টার দিকে প্রতিবন্ধী তরুণীর বাসায় ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় প্রতিবন্ধী তরুণীর মা মঙ্গলবার রাত ৯টার দিকে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে এসআই রেহান সহ একটি টিম রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো.গিয়াসউদ্দিনকে (৩০) আটক করে।
প্রতিবন্ধী তরুণীর সৎ মা জানান,ওই তরুণী শাররীক ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় ঘরের পেছন দিকে তাঁকে ভিন্ন দরজা দিয়ে একটি রুম বানিয়ে দেয়া হয়।
গিয়াসউদ্দিন গভীর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে জানালা দিয়ে পটেটো, কেক সহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে একাধিক দিন তার সাথে শারীরিক মেলামেশা করতো।
কয়েকদিন পর আমার মেয়ে আমার স্বামী ও আমাকে বিষয়টি বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা করতো। এরপর আমার স্বামী সহ আমি সোমবার দিবাগত রাত ১০ টার দিকে আঁড়ি পেতে থাকলে গিয়াসউদ্দিন আমার মেয়ের রুমে আসলেই পিছন থেকে আমার স্বামী তাকে ধরে ফেলেন। এক পর্যায়ে আমার স্বামীকে গিয়াসউদ্দিন ইট দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ছুটে পালিয়ে যায়।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া জানান, অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত গিয়াসউদ্দিনকে আটক করি ও প্রতিবন্ধি তরুণীকে পুলিশ হেফাজতে আনি।এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় গিয়াসউদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় একটি মামলা দায়ের হয়েছে।
তিনি আরো জানান,বুধবার আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।