সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ৪০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা সহ ২ জনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর কঠোর নির্দেশে ৯ ফেব্রুয়ারি শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম এর সভাপতিত্বে বোরহানউদ্দিন থানার এসআই মানিক এর নেতৃত্বে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের চকডোষ এলাকার মোঃ আবুল কালাম (৩৫) এর বসত ঘরের পিছনের বারান্দা থেকে আবুল কালাম (৩৫) কে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহিন ফকির বিপিএম বলেন,ইয়াবা ও গাজাসহ ১ জনকে আটক করে শুক্রবার সকালে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।তিনি আরো বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।