সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বিজ্ঞান ও প্রযুক্তি ” উদ্ভবনেই সমৃদ্ধি ” স্লোগানে ভোলার বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহনকরীদের মধ্যে বিজয়ী শিক্ষর্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম),বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল,বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শাশ্বত চন্দন,বোরহানউদ্দিন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকতা মিজানুর রহমান,উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকতা মনোজ কুমার সাহা প্রমুখ।