বোরহানউদ্দিন প্রতিনিধি ভোলা প্রকাশঃ
থানায় মামলার ১ ঘন্টা পর ভোলার বোরহানউদ্দিন পৌর ৪নং ওয়ার্ডে চুরি হওয়া ১১ বস্তা সুকনা সুপারি উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। আবু তাহে চুন্নুর বাসার ছাদ থেকে ২২ বস্তা সুপারী চুরি হয়। থানায় মামলা হয়। মামলার ১ ঘন্টা পর একই এলাকার মোশারফ ওরফে মসুর ছেলে শান্ত ওরফে সাধুর বাসা থেকে ১১ বস্তা সুপারী উদ্ধার করেছে স্থানীয় কাউন্সিল সালাউদ্দিন পঞ্চায়েতকে সাথে নিয়ে এসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স। তবে মামলার আসামী শান্ত ওরফে সাধু পালাতক রয়েছে। বোরহানউদ্দিন থানার মামলা নং ০৮। তারিখ ০৮-১২-২২ ইং। মামলার বাদী আবু তাহের চুন্নু জানান, বুধবার রাতে তার বাসার ছাদ থেকে ২২ বস্তা সুপারি চুরি হয়। বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন। মামলার ১ ঘন্টা পর শান্ত ওরফে সাধুর বাসায় খাটের নিচ থেকে ১১ বস্তা সুপারী উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ আসার খবর পেয়ে সাধু পালিয়ে যায়। সাধু এলাকায় চিহ্নিত চোর। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
পৌর ৪ নং ওয়ার্ডের কাউন্সিল সালাউদ্দিন পঞ্চায়েত জানান, চুন্নুর বাসার ছাদ থেকে ২২ বস্তা সুপারী চুরি হয়। থানায় মামলা হয়। মামলার ১ ঘন্টা পর এলাকায় চিহ্নিত চোর শান্ত ওরফে সাধুর বাসার খাটের নিচ থেকে ১১ বস্তা সুপারী উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, থানায় মামলা হয়েছে। ১১ বস্তা সুপারী উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।