মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামীকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর ২০২৪) বেলা ১১টায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় দেয়া হয়।
এদিকে তারেক রহমান মামলা থেকে খালাস পাওয়ায় আনন্দ মিছিল ও পথসভা করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও নেতাকর্মীরা
ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ ইব্রাহিম ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানার নির্দেশে পহেলা ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পৌর বাজার হয়ে চৌরাস্তায় এসে শেষ হয়।
বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবিরের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সরোয়ার আলম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আওয়ামী লীগ সরকার জনগণের অধিকার হরণ করেছে,তারা ক্ষমতায় থাকাকালীন সন্ত্রাস-লুটপাট করেছে,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে যেটি ছিল সম্পূর্ণ ভুয়া,তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই কাজ করেছে কিন্তু গত ৫ ই আগস্ট জনতার রোষানলে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।
তিনি আরো বলেন,আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশে বীরের বেশে আসবে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে যে উন্নয়ন হবে তা কল্পনা করা যাবে না,আমরা শান্তিতে বিশ্বাসী যারা অশান্তি সৃষ্টি করবে,তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান।
তিনি বলেন,আজকে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার সকল মামলা গুলো খালাস পেয়েছেনএর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড থেকে ইউনিয়ন,পৌরসভা,উপজেলার সবাই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে,আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছরে যে অরাজকতা বিরাজ করেছে আমরা সেটি দেখেছি,আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হইয়েছে, আমি বিগত সরকারের আমলে নির্যাতিত হয়েছে জেলে গিয়েছি।
তিনি আরো বলেন,বোরহানউদ্দিন উপজেলা যুবদল যে কোন সংগ্রামে মানুষের পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে ভবিষ্যতেও করবে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ পিন্টু,ফাইজুল আলম,মোঃ শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক শিহাবউদ্দিন হাওলাদার,যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,পক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস ভূইয়া,সদস্য সচিব মোঃ পাভেল হাওলাদার,যুগ্ন আহবায়ক মোঃ মামুন বেপারী প্রমুখ।