সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
জনসেবায় প্রশাসন এই স্লোগান কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন হাসপাতাল সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার এতিমখানায় ইয়াতিম শিশুদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রি পৌছে দিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামান।
সোমবার ৮ এপ্রিল দুপুরে এতিমখানায় গিয়ে ইয়াতিম শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন ইউএনও।
এসময় ইউএনও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল,মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এদেশের অসহায়-দুস্থ,ইয়াতিম মানুষের কথা ভাবেন,ঈদে সবাই নিজ নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন আর ইয়াতিম শিশুরা এতিমখানায় থেকে যাতে পরিবারের কষ্ট না বুজতে পারে তাই মাননীয় প্রধানমন্ত্রী তাদের ঈদ উপহার দিয়েছেন।
এসময় চাল, ডাল, তেল,চিনি,হলুদ মরিচ সহ বিভিন্ন প্রকারের মোট ২৯ কেজি পরিমান খাদ্য সামগ্রি তাদের মাঝে বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রি পাওয়ার পর ইয়াতিম শিশুদের মাঝে হাসি ফুটতে দেখা যায় এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।