বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর গ্রামীন পর্যায়ে দুঃস্থ ও অসহায়দের মাঝে ২ বছর মেয়াদী ৩০ কেজি হারে ভিডাব্লিউবি কর্মসূচির উপকার ভোগীদের মাঝে গত জানুয়ারি থেকে মার্চে এ তিন মাসের চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৫ এপ্রিল) সকালে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়।
এসময় চেয়ারম্যান আলাউদ্দিন সরদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ,মাননীয় প্রধানমন্ত্রী অসহায় দুস্থদের কথা ভাবেন।
এসময় তিনি আরও বলেন, পক্ষিয়া ইউনিয়নে ভিডাব্লিউবি এর চাল ২২৩ টি পরিবারের পাচ্ছেন। প্রত্যেককে প্রতিমাসে ৩০ কেজি করে তিন মাসের মোট ৯০ কেজি চাল দেওয়া হবে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের জন্য এ চালের ব্যবস্থা করেছেন। কেউ এ চাল বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার হীরামন বৈদ্য, ইউপি সচিব আশরাফ উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ মীর,মোঃ সেলিম, মোঃ মামুন, আলমগীর, রিপন ও সংরক্ষিত মহিলা সদস্য পেয়ারা বেগম, রাবেয়া বেগম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।