মোঃ সাইফুল ইসলাম আকাশ ভোলা জেলা প্রতিনিধি:
নব নির্বাচিত বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এমপির সহধর্মিনী ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
১৯ নভেম্বর মঙ্গলবার রাতে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর নিজস্ব বাসভবনে এ শুভেচ্ছা প্রদান করেন বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ী কমিটির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
এসময় পৌর বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে তিনি বলেন, বোরহান উদ্দিন বাজারে উন্নয়ন এর জন
উপজেলা বিএনপির পক্ষ থেকে যতটুকু প্রয়োজন ব্যবসায়ীদের স্বার্থে তাই করা হবে, বোরহানউদ্দিন বাজারের ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন, আপনাদের কোন প্রকার সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সমাধান করার জন্য।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, দেশের শান্তি রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী কাজ করে যাচ্ছে, তবে বাংলাদেশ আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় থেকে দেশে যে অস্থিশীল অবস্থা তৈরি করে রেখেছে তা বললে শেষ হবে না।
আবারও তারা পায়তারা করেছে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার।
এ সময় তিনি বলেন,সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম রুখতে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি বদ্ধপরিকর,আমাদের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সকল সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করবে,দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাছির আহম্মেদ বাকলাই,সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু,যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম মিঠু,সাইদুর রহমান লিটন,সাংগঠনিক সম্পাদক শাহাজাদা কবির ভাসানি,সাংস্কৃতিক ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ সবুজ প্রমুখ।