রনি ইসলাম,বোরহানউদ্দিন ঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় পক্ষিয়া ইউনিয়ন পরিষদের পহেলা বৈশাখ(১৪৩০) উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও র্যালি উদযাপন অনুষ্ঠিত করা হয়।
দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস গড়িয়ে আসে পহেলা বৈশাখ। চৈত্র অবসানে বর্ষ হয় শেষ। আসে নতুন বছর নববর্ষ। পৃথিবীর সর্বত্রই নববর্ষ একটি ‘ট্রাডিশন’ বা প্রচলিত সংস্কৃতিধারা। আদিকাল থেকেই যে কোনাে বছরের প্রথম দিনটি ‘নববর্ষ’ নামে পরিচিত হয়ে আসছে। পুরাতন বছরের জীর্ণ ক্লান্ত রাত্রি’-র অন্তিম প্রহর সমাপ্ত হয়। তিমির রাত্রি ভেদ করে পূর্বদিগন্তে উদিত হয় নতুন দিনের জ্যোতির্ময় সূর্য।
উক্ত শোভাযাত্রায় পক্ষিয়া ইউনিয়ন পরিষদ সম্মানিত চেয়ারম্যান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রীর (বর্ষবরণ) এ বিশেষ উদ্যোগকে সুস্বাগত জানিয়ে পক্ষিয়া ইউনিয়নবাসী সহ ভোলা জেলার সকলের মঙ্গল ও শুভ কামনা করেন।উক্ত শোভা এবং র্যালি উদযাপন সঞ্চালনায় মেম্বারসহ সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশ গন উপস্থিত ছিলেন।