ইসরাফিল নাঈম, চরফ্যাশন ভোলা প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে গৌরব ও ঐতিহ্যের বিজয়ের ৫১ বছর পুর্তি উদযাপন করেছে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ জাহানপুর ইউনিয়নের সামাজিক রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে ফুলদিয়ে বিনম্র শ্রদ্ধা জানায় উপজেলার জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
এসময় তারা এক মিনিটি নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মহান মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এরপর সকাল ৯ টায় কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ও স্কুল মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ এক বিশাল বিজয় র্যালিতে অংশ নেয়।
র্যালি শেষে চেয়ারম্যান নাজিম হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর ফরাজী, সহ-সভাপতি আজাদ হাওলাদার, সাধারণ সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগ সভাপতি জনাব জাফর ইকবাল শান্ত, সেক্রেটারি নুর ইসলাম নাহিদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুমন পাটোয়ার, সেক্রেটারি হাসান ফরাজী, ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবুল সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দরা।
এ সময় চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বহু রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতীর মহান বিজয় সূচিত হয়। ১৯৭১ সালের ২৬ শে মার্চ স্বাধীনতা ডাকের মধ্যে দিয়ে বাঙালি জাতী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ই ডিসেম্বর তার পরিসমাপ্তি ঘটে। পাকিস্থানী হানাদার বাহিনী সেদিন পরাজয় স্বীকার করে বাঙালিদের কাছে। আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। বাঙালি জাতি পৃথিবীর মানচিত্রে ঘটেছিল স্বাধীন এক রাষ্ট্র যার নাম বাংলাদেশ।