চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি\ভোলা প্রকাশ
ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন তুলাগাছিয়া এলাকা থেকে রুবেল নামের ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে শশীভূষণ থানা পুলিশ ।বৃহস্পতিবার (৮ডিসেম্বর) রাত ৩টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল ওই ইউনিয়নের মফিজ পাটোয়ারীর ছেলে।
শশীভূষণ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দীপাংকর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রুবেল ধর্ষণ মামলার পলাতক আসামী ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়ছে।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, রুবেল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহাবুদ্দিন হাওলাদার
চরফ্যাশন ( ভোলা) প্রতিনিধি
০১৬১৩-২৮৩৫৯২