নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ
আওয়ামী লীগের সভাপতিকে হারিয়ে বরিশালের বাবুগঞ্জে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে চমক দেখালেন ফারজানা বিনতে ওহাব। তিনি এ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব খানের কন্যা এবং ভোলা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বর্তমান পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশ) বরিশাল জোন মো. আবুল কালাম আজাদের সহধর্মিণী। তার এ বিজয়ে বাবুগঞ্জে ভোটার ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে।
জানা গেছে, আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব ভোট পেয়েছেন ২৮ হাজার ৩৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকে সরদার খালেদ হোসেন স্বপন •
পেয়েছেন ২৪ হাজার ৩৭৯ ভোট। প্রসঙ্গত, বাবুগঞ্জ উপজেলায় ভোট নিয়ে নানা উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছিল। দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচনী প্রচারণার শুরুতেই নানা অনিয়ম এর অভিযোগ ওঠে চেয়ারম্যান প্রার্থী স্বপনের বিরুদ্ধে। যে কারনে ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দেয়। কিন্তু প্রশাসনের কঠোরতায় সুষ্ঠু ভোট হয় এ নির্বাচনে।