মোঃ মহিউদ্দিন
——–
আলিম মিয়া কলিম মিয়া
গাঁও গ্রামের মাতব্বর ,
যখন যে সরকার ক্ষমতায় আসেন
সেই দলে দেন ভর।
হুঙ্কার দিয়ে কথা বলেন
মনে নেই কোন ভয় বা ডর।
তিন গ্রামের মাথা তারা
অগাধ সম্পদ তাদের,
ধরারে তারা সরা করে
প্রতিবাদ যে করবে
সেই সাহস কাদের।
গাঁও গ্রামের সালিশদার
জমিজমা ঝগড়া -বিবাদ হলে
সকল কিছুর সমাধা করে,
সালিশ বিচারের আগে
পিছের দিয়ে হাত পাতে
ঘুষের টাকা পকেটে ভরে।
যে নগদ টাকা বেশি দেয়,
বিচার – সালিশে সেই জয়ী হয়।
আলিম মিয়ার তিন বউ
কলিম মিয়ার দুই বউ,
গ্রামের লোকজন ভয় পেলেও
ভয় পায় না বৌদের কেউ।
বউ ছেলে -মেয়েদের যদি বলেন
যেতে ডান দিকে,
তারা স্রোতের বিপরীতে চলেন
যান বাম দিকে।
দুই জনেই যদিও সমাজের মাথা,
গ্রামের লোকজন আড়চোখে দেখেন
এ নিয়ে নেই তাদের মাথা ব্যথা।
এক কথায় তারা দূরভিসন্ধিবাজ
খুবই ধুরন্ধর,
সব সময় কুচিন্তা করেন
কখন কাকে প্যাঁচে ফেলবে
আপন কিবা পর।
তাদের সংসারে সুখ- শান্তি নেই
সংসার ছারখার,
তবুও তারা গ্রামের মাতব্বর
নামকরা সালিশদার।