স্টাফ রিপোর্টার্স, ভোলা প্রকাশ।।
ভোলা মনপুরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি সাগর ফরাজীর ঢাকা থেকে ভোলা মনপুরা উপজেলায় আগমন উপলক্ষে প্রায় ২৫০ টি মোটরসাইকেল নিয়ে রামনেয়াজ লঞ্চ ঘাটে মনপুরা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সাগর ফরাজী কে দলে দলে নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানায়।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় রামনেয়াজ লঞ্চ ঘাটে দলে দলে হোন্ডা বহর নিয়ে এসে নেতাকর্মীরা তার সাথে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা দেন। মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা শেষে হোন্ডা বহরে জয় বাংলা স্লোগান দিয়ে রামনেয়াজ লঞ্চ ঘাট থেকে মনপুরা উপজেলা বাজার প্রদক্ষিণ করে মোটরসাইকেল বহর শেষ হয়।
এ সময় মনপুরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি সাগর ফরাজীর তার বক্তব্যে বলে, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমি গর্বিত আমি ছাত্রলীগ করি। আমি মনপুরা উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলে অসহায় যারা আছে ছাত্র-ছাত্রী পড়াশোনা করতে পারে না, তাদের পড়াশোনা করানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করব এবং অসহায়দের পাশে দাঁড়াবে।
এ সময় মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।