স্টাফ রিপোর্টার।।
ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন টুলু ভোট ছাড়াই ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় একমাত্র প্রার্থী আব্দুল মমিন টুলুকে প্রাথমিকভাবে চেয়ারম্যান ঘোষনা করা হয়। এ নিয়ে তৃতীয় বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত হলেন আব্দুল মমিন টুলু। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক উপস্থিত ছিলেন।
গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান ও সদস্য পদে মোট ১৬ জনের মধ্যে চেয়ারম্যানসহ ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি দুই জনের মনোনয়নপত্র প্রার্থীর হলফনামা ও আয়কর বিবরণীর মধ্যে অসংগতিসহ বিভিন্ন কারণে মুলতবি করা হয়েছে। তাদের মনোনয়নপত্র সন্ধ্যায় জানানো হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক। বিকেল ৩টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে এ যাচাই-বাছাই।