মোঃ আরিয়ান আরিফ।।
ভোলায় নকল বই বিক্রির দায়ে একটি বই দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি নকল বইগুলো জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা শহরের বাংস্কুল মোড় সংলগ্ন আব্দুল্লাহ বুক স্টোরে নকল Advanced Learners English book বিক্রয়ের জন্য প্রদর্শন ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদল হাসানের নেতৃত্বে একটি দল ভোলা শহরের বইয়ের বাজারে অভিযান চালায়। এসময় আব্দুল্লাহ বুক স্টোর নামক দোকানে নকল বইয়ের সন্ধান পান তারা। এর দায়ে দোকানের মালিককে আর্থিক জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। এদিকে আব্দুল্লাহ বুক স্টোরের স্বত্তাধিকারী রাজিব তার দোষ স্বীকার করে বলেন, ভবিষ্যতে আর কোন দিন নকল বই বিক্রয় করবেন না।
ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, নকল বই বিক্রির ফলে শিক্ষার্থীরা প্রতারিত হচ্ছে। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার।