মোঃ আরিয়ান আরিফ।।
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। আজ বুধবার বেলা ১১ টায় ভোলা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন এই বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলটি শহরের বাংলা স্কুল মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।
সেই সাথে আগামী ২০২৩ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন-ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ছায়েম, যুগ্ম-সাধারন সম্পাদক আবিদুল আলম।