মোঃ হাসনাইন আহমেদ।। ভোলা প্রকাশ।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন শুরু হয়েছে। (২১ অক্টোবর) সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে চর সামাইয়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব , ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, সিরাজুল ইসলাম সিরাজ, আলী নেওয়াজ পলাশ, শফি মিয়া, সহকারে জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় চর সামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতবর সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ ছাত্রলীগ সহ ইউনিয়নের অন্যান্য অঙ্গ সংগঠন এবং সহযোগে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
তবে ইতিমধ্যেই ভোলা সদর উপজেলা ১৩ টি ইউনিয়নের মধ্যে বেশিরভাগ ইউনিয়নে নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন সম্পন্ন করেছে ভোলা সদর উপজেলা আওয়ামীলীগ, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের জন্ম নিরাপত্তায় এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে এ সকল কমিটির সদস্যবৃন্দ ।
এছাড়াও সাবেক শিল্প বাণিজ্যমন্ত্রী ভোলা ১ আসনের বর্তমান সংসদ সদস্য তোফায়েল আহমেদকে বিজয়ী করতে মাঠে সার্বক্ষণিক কাজ করবে পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সেই হিসেব করেই থেকে নেতাকর্মীদের নিয়ে গঠন করা হচ্ছে ভোলা সদর উপজেলার টি ইউনিয়নের ওয়ার্ড কমিটিগুলো ।