চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
চরফ্যাশন উপজেলার কাইমুদ্দিন মোড় এলাকায় ব্যটারী চালিত বোরাক-ব্যাটারী চালিত অটোরিকশা সংঘর্ষে ১ জন নিহত ও ৪জন আহত হয়েছে। চরফ্যাশন ফায়ার ফাইটার বনি আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার (১২ জানু) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মো. মেহেদী হাসান (০৫) চরফ্যাশন পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে। আহতরা হলেন, নিহতের বাবা(মেহিদী) আইয়ুব আলী(৩০),(মা) রঞ্জনা বেগম(২৬) নাহার বেগম(৫০)ও রিজিয়া খাতুন (৫৫) কে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পথে মেহেদী হাসান মৃত্যু বরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,চরফ্যাশনের দিকে বোরাকটি আসার পথে কাইমুদ্দির মোড়ে পূর্ব পাশ থেকে ঘাতক অটোরিকশাটি বেপরোয়া গতিতে এসে বোরাকটিকে ধাক্কা দেয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মুরাদ হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ৪জনের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হচ্ছে।
শাহাবুদ্দিন হাওলাদার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
০১৬১৩২৮৩৫৯২