সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা বোরহানউদ্দিনে ১ কেজি গাজাসহ একজনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা যায়,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির এর তত্ত্ববধায়নে ২৩ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মনজুর হোসেন ও এএসআই ইলিয়াস হোসেন সহ অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন
থানার কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বোরহানগঞ্জ টু গ্যাসফিল্ডগামী বোরহানগঞ্জ বাজার সংলগ্ন পুরাতন ষ্টীলের ব্রিজের দক্ষিন পার্শ্বের ঢালে পাকা রাস্তা এলাকা থেকে বিদ্যুৎ দে (৪৫) আটক করা হয়।
আটকৃত বিদ্যুত দে টগবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে গাঁজা সহ ১ জনকে আটক করে শনিবার দুপুরে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।