বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন ইউএনও ও পৌর মেয়র
সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ টি পরিবার কে ১ বান
করে ৫ বান টিন ও ৩ হাজার টাকা টাকা করে নগদ ১৫ হাজার টাকা বিতরণ করেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকতা মোঃ রায়হান-উজ্জামান ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুজ্জামান বলেন,ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আমরা ইতিমধ্যে পৌঁছে দিয়েছি,বিশেষ করে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করে এমন ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করা হবে এর মধ্যে আজকে পাঁচটি পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে বাকি ১৫ জনকেও ৪৫ হাজার টাকা ও ১৫ বান টিন প্রদান করা হবে।