সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
৪ নভেম্বর শনিবার সকালে ভোলার বোরহানউদ্দিনে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বোরহানউদ্দিন থানা কমপ্লেক্সে এসে শেষ হয়।
র্যালি শেষে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল,বোরহানউদ্দিন উপজেলা সমবায় কর্মকতা মোহাম্মদ এনামুল হক,বোরহানউদ্দিন থানার এসআই রেহান উদ্দিন,এসআই মনজুর হোসেন,এসআই মহিউদ্দিন জুয়েল,এস আই মানিক,এসআই মনির হোসেন,এস আই আলতাফ হোসাইন,এসআই সলিমুর রহমান,এসআই সেলিম হোসেন,এএসআই ইলিয়াস হোসেন,এএসআই ইয়ার হোসেন প্রমুখ।