মোঃ হাসনাইন আহমেদ , ভোলা প্রকাশ ।।
মুসলিম সম্প্রদায়ের পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এবং সেই ফরজ নামাজ আদায়ের জন্য আজানের সাথে সাথে সকল দোকানপাট বন্ধ করে সকল ব্যবসায়ী নামাজের উদ্দেশ্যে চলে যায়। আর এই সুন্দর কার্যক্রম চালু হয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।
পাঁচ ওয়াক্ত নামাজের আজানে সকল দোকানপাট বন্ধ হয়ে ব্যবসায়ীরা ছুটছে মসজিদে নামাজ আদায়ে। কি একটু অবাক হচ্ছেন? অবাক হলেও সত্য ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২৪ ফেব্রুয়ারী শনিবার থেকে এই সুন্দর মহৎ কাজ শুরু হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির, ব্যবসায়িক সমিতির সম্মিলিত চেষ্টায় গত শনিবার থেকে মাইকিং শুরু হয় বাজারগুলোতে। মাইকিং এ জানানো হয় পাঁচ ওয়াক্ত নামাজের আজানে সকল দোকানপাট বন্ধ রেখে নামাজের উদ্দেশ্যে যাবে সবাই। ঠিক এই মাইকিং এর পর পর বোরহানউদ্দিন বাজারের ব্যবসায়িরা দোকানপাঠ বন্ধ রেখে মসজিদে যায়। যা ইতোমধ্যে সর্ব মহল প্রশংসা পাচ্ছে। স্থানীয় সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানায়।
এ বিষয়ে ভোলা বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির বলেন , ভোলা ২ আসনের এমপি মহোদয় আলী আজম মুকুল ও পৌর মেয়র রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় এরকম সুন্দর কাজগুলো আমি সবসময়ই করতে চাই আশা করি সবাই সহযোগিতা করবে ও হিন্দু সম্প্রদায়ের ভাইদের দোকান খোলা থাকবে ।
মুসলিমদের এমন মহৎ উদ্যোগকে সম্মান জানিয়ে বোরহানউদ্দিন উপজেলার হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা
তাদের দোকান বন্ধ রাখে এবং মুসলিমদের নামাজ শেষে তাদের সাথে পুনরায় দোকান খুলে।
এদিকে এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন বাজার মসজিদের ইমাম সাহেব।
বোরহানউদ্দিনে আযান হলেই দোকানপাট বন্ধ করে মসজিদে নামাজ আদায় এবং নামাজ শেষে দোকান খোলার উদ্যোগ সফল ভাবে চলমান থাকায় জনপ্রতিনিধি, প্রশাসন ও ব্যবসায়ীদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাজার মসজিদ এর খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।