ডাঃ মোঃ মহিউদ্দিন
———–
বেকারত্ব দূরীকরণের জন্য
বেকারদের প্রশিক্ষণ দিন,
বেকার যুবকরা ফেলনা নয়
তাদের কাজ অথবা চাকুরি দিন।
দেশে প্রায় ছয় কোটি
বেকার লোকের বাস,
এরা হন্য হয়ে কাজ বা চাকরি খুঁজছে
করছে হাঁসফাঁস।
দিগ্বিদিকে ছুটছে তারা
কেউবা হচ্ছে বিপথগামী,
সঠিক সময়ে শিক্ষা কিবা প্রশিক্ষণে
হতে পারে ভালো কর্মী।
কেউবা আবার মাদক সেবনে
ডুবছে অথৈ জলে,
বেকারত্বের সুযোগ পেয়ে
অপকর্মের গডফাদারেরা
নিচ্ছে তাদের দলে।
তাদের খুঁজে সঠিক সময়ে
সঠিক কর্মমুখী প্রশিক্ষণ দিলে,
তারা হবে দেশের সম্পদ
দেশে হবে উন্নয়ন
বাড়বে দেশের মান-সম্মান।
দেশে উচ্চ শিক্ষিত
লাখো বেকার যুবক ঘোরে,
দিশেহারা হয়ে চাকরি খুঁজে
ধরনা দিচ্ছে দ্বারে দ্বারে।
এদের দেখে সুশীল সমাজ
নিভৃতে কাঁদেন,
সরকারের কাছে শূন্য কোটার
চাকরি- বাকরির প্রত্যাশা করেন।
কিছু উচ্চপদস্থ অসাধু চাকরিজীবী
কাগজ -কলম দিয়ে খুঁচিয়ে
অগাধ টাকার পাহাড় গড়ে,
এসব সুশীল সমাজ সবই বোঝে
তারা লাজ-শরমে মরে মরে।
সরকারের প্রতি আহ্বান
এদের চিহ্নিত করুন।
দুর্নীতিগ্রস্ত আমলাদের প্রতিহত করুন
এদের চাকরীচ্যুত করে লাখো শিক্ষিত
বেকার ভালো মানুষদের চাকরি দিন।
দেশ উন্নয়নের স্বপ্ন দেখুন।