নাঈম, চরফ্যাশন ভোলা প্রতিনিধি ভোলা প্রকাশঃ
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি-জামাতের এই দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগই যথেস্ট।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সূবর্ণ জয়ন্তী উপলক্ষে চরফ্যাশন টিবি স্কুল মাঠে উপজেলা যুবলীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে। বিএনপি জোট সরকারের সময় দেশ ছিলো অশান্ত। বিএনপি নেতাকর্মীরা দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বিএনপির কর্মীদের হাত থেকে রক্ষা পায়নি দেশের নারীরাও। হত্যা, ধর্ষণ, গুম, লুটপাট ছাড়া বিএনপি কিছুই জানেনা। তাই বাংলাদেশের শান্তি প্রিয় মানুষ বিএনপি নামের দলটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে ষড়যন্ত্র শুরু করেছে। তাতে কোন লাভ হবেনা। আগামী নির্বাচনে দেশের শান্তি প্রিয় মানুষ সারা দেশের উন্নয়নকে বিবেচনা করে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধারা অব্যহত রাখবেন ।
নির্বাচনী এলাকার জনগনের উদ্দেশ্যে জ্যাকব আরো বলেন, শেখ হাসিনার দল ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন হয়েছে। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশকে বদলে দেবেন। দরিদ্র মুক্ত দেশ গড়বেন। এ লক্ষ্যে তিনি সততা স্বচ্ছতা জবাবদিহিতা এবং সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করে তিনি দেশকে বদলে দিয়েছেন।
আগামী নির্বাচনকে সমানে রেখে দেশে বিএনপির নৈরাজ্য ও অরজকতা ও দেশ বিরোধী ষড়যন্ত্রকে মোকাবিলা করার আহবান জানান তিনি।
উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি,মনপুরা উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন, চরফ্যাশন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল এমরান প্রমুখ। এর পরে তিনি চরফ্যাশন উপজেলা যুবলীগ আয়োজিত সংস্কৃতি অনুষ্ঠানে যোগদান করবেন।
পরে সন্ধ্যায় যুবলীগের উদ্যগে চরফ্যাশন সরকারী টিবি স্কুল মাঠে সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, শিল্পী প্রতীক হাসান ও তামান্না প্রমি সংগীত পরিবেশন করেন।