বোরহানউদ্দিন প্রতিনিধি।। ভোলা প্রকাশ।।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য , ভোলা ২ আসনের এমপি আলী আজম মুকুল বলেছেন, অতীতেও আ`লীগ সরকার হিন্দু সম্প্রদায়ের উৎসবে ও দূর্দিনে পাশে ছিলো । ভবিষ্যতেও যে কোন উৎসব কিংবা দুর্দিনে পাশে থাকবে । আ`লীগ সরকার ক্ষমতায় থাকতে কোন অপশক্তিকে বাংলার সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করতে দেয়া হবেনা । প্রধানমন্ত্রী একজন মমতাময়ী মায়ের মতই সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে যারযার ধর্ম পাললে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছেন । বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে ও নিজের কর্তব্যবোধ থেকে পুজার ৫ দিন স্থানীয় প্রশাসনের পাশাপাশি এলাকার আ`লীগ এর অংগ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে হিন্দু সম্প্রদায়ের পাশে আছি । রবিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত বোরহানউদ্দিন ও দৌলতখাঁনের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন এমপি । এর আগে এমপি বোরহানউদ্দিন উপজেলার ২০ টি ও দৌলতখাঁন উপজেলার ৮ টি পুজা মন্ডপের প্রত্যেকটিতে সরকারী অনুদানের ৫শ কেজি করে চাল ও নিজ তহবিল হতে ৩০ হাজার টাকা করে মোট ৮ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেন । পরিদর্শন কালে বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামা, ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী , ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা চোয়ারম্যান আবুল কালাম , উপজেলা নির্বাহি অফিসার সাইফুর রহমান, পৌর মেয়র ও উপজেলা আ`লীগ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আ`লীগ সভাপতি জসিমউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া সহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন ।