সাইফুল ইসলাম আকাশ,ভোলা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দেশে যেন কেউ
গৃহহীন-ভূমিহীন না থাকে সেই উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই
ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার(১১ জুন) আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদানের কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন শেখ হাসিনা।
ওইদিন বোরহানউদ্দিন উপজেলায় ৩৬৫টি নতুন ঘর হস্তান্তর করা হবে। সোমবার (১০
জুন) সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.
রায়হান-উজ্জামান। এর মাধ্যমে উপজেলা গৃহহীন-ভূমিহীন মুক্ত হচ্ছে।
ইউএনও মো. রায়হান-উজ্জামান বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
কর্মসূচির আওতায় বোরহানউদ্দিনে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া সমাপ্ত হলো। তবে এরপরও যদি ভূমিহীন কাউকে পাওয়া যায় তাহলে পরবর্তীতে ব্যবস্থা করা হবে।
বোরহানউদ্দিন উপজেলায় ৫ম পর্যায়ে ২৩৩টি একক ঘর এবং আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ব্যারাক হাউজ প্রতিস্থাপনপূর্বক নতুনভাবে নির্মিত ১৩২টি একক ঘর হস্তান্তর করা হবে। এ পর্যন্ত উপজেলায় ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত ২৯২টি
গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বোরহানউদ্দিনে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের
সমম্মেলন কক্ষে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলনে
বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.রায়হান-উজ্জামান।