ডাঃ মোঃ মহিউদ্দিন
——-
একটি বছর ফুরিয়ে গেল
কখন যেন কোন ফাঁকে,
সুখ-দুখের অনেক স্মৃতি
পরে রইল শুন্য বুকে।
রোগ মহামারী জগৎজুড়ে
ডাকল এসে মরন,
নতুন আশায় বুক বেঁধেছি
নতুন বছরকে করেছি বরন।
নতুন বছরে নতুন দিনে
জাগলো মনে আশা,
হানাহানি ভুলে গিয়ে
বাড়ুক ভালোবাসা।
গেল বছরে রোগ মহামারীতে
আতঙ্কিত ছিলাম সবাই,
নতুন উষার নতুন আলোতে
চলো সকলে এগিয়ে যাই।
পুরনো দিনের সব কিছু ভুলে
নতুনের আনন্দে মাতি,
নতুন বছরে সবার মাঝে
জ্বলুক আশার প্রদীপ বাতি।
নতুন বছরে উদ্ভাসিত হোক
হাসি দিয়ে মুখে,
আগামীর পথ চলা হয় যেন
সুনিপুণ স্বপ্ন নিয়ে বুকে।
গতবছর দুঃখ-কষ্ট
কেউ রেখোনা মনে,
আনন্দ ভালোবাসা ভরে থাকুক
বছরের প্রথম দিনে।
সুখের স্মৃতি থাকুক মনে
দুঃখের স্মৃতি যেও ভুলে
নতুন বছরে অনেক স্বপ্ন
আগামীর দিন গোনা,
এ বছরটি যেন সুখময় হয়
সবার জন্য শুভকামনা।