দেশের চলমান উন্নয়ন-অগ্রগতি থামাতে বিএনপি-জামাতের ষড়যন্ত্র চলছে – এমপি শাওন
স্টাফ রিপোর্টারঃ
ভোলা-৩ আসনের সাংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, দেশের চলমান উন্নয়ন-অগ্রগতি থামাতে বিএনপি-জামায়াতসহ দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ জন্য সবাইকে সর্তক থাকতে হবে। বিএনপি-জামায়াত দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
শুক্রবার দুপুরে ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহল আমিন প্রমূখ