চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
ভোলার চরফ্যাশনের রসুলপুর ইউনিয়ন থেকে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ গ্রাম গাঁজাসহ শাহীন (২৫) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে শশীভুষন থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শশীভুষন থানার রসুলপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের মিজান মাস্টার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম কাঞ্চন হাওলাদারের ছেলে।
শশীভূষণ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দীপাংকর জানান, গ্রেপ্তারকৃত যুবক শাহীনের বিরুদ্ধে শশীভুষন থানায় পূর্বের মাদক বিরোধী ৪ টি মামলা সহ মারধরের একাধিক মামলা রয়েছে।
শশীভুষন থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হবে।