মোঃ মহিউদ্দিন
———————
ধূলির ধরা ত্যাগ করবে
কে কখন নেই তো কারো জানা,
প্রাণ যে নিবে আজরাইল
মানবে নাকো মানা।
অন্ধকার গোরে নিবে ধরে
সঠিক হিসেব কষে
প্রাণ পাখি নিবে এসে,
নেককার হলে কোমল
বদকার হলে রুক্ষ বেশে।
সৃষ্টিকর্তার আদেশ-নির্দেশ
মেনে ছিল যাঁরা,
অচিন দেশে মাটির গোরে
আরাম করবে তাঁরা।
লোভ- লালসা হিংস্র স্বভাব
ছিল যাদের ভবে,
অশান্তি আর আজাব
গজবে তারা ডুবে রবে।
শেষ বিচারে তাদের উপর
কঠিন সাজা হবে।
এ জগতে সৃষ্টিকর্তার বিধি-বিধান
মেনে চলেছে যাঁরা,
দু জগতে-ই আলোচিত
আলোকিত তাঁরা।