অনন্ত হাসান মাসুদ ঃ
ভোলা-বরিশাল মহাসড়কের হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় অবৈধ ট্রলি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রা হলেন সোহেল ও শাওন দুই ভাই, বাবা মা অ্যামেরিকার নাগরিক, পরবর্তী মাসেই তাদের অ্যামেরিকা যাওয়ার কথা ছিলো। বাসার জন্য বাজার(কেনা কাটা) করতে এসেই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায় আপন দুই ভাই ।।
দু’জন মেহেন্দিগঞ্জ- আলিমাবাদ ইউনিয়নের, সেলিমাবাদ গ্রামের আব্দুল করিম মোল্লার ছেলে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন মাসুদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথা যানান তিনি ।