মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলার বোরহানউদ্দিনে ২১মার্চ(মঙ্গলবার) জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটিয়ে উচ্চস্বরে গান বাজানোর অপরাধে ০১টি পিকাপসহ ২২ জন এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানা পুলিশের ওসি মোঃ মনির হোসেন মিয়ার নেতৃত্বে তাদের আটক করা হয়।
পরবর্তীতে ভোলা জেলা পুলিশ সুপার নির্দেশক্রমে তাদের অভিভাবকদের থানায় ডেকে মুচলেকা নিয়ে আটককৃতদের অভিভাবকের জিম্মায় প্রেরণ করা হয়। আটককৃত পিকাপ গাড়ীর নামে ট্রাফিক আইনে মামলা দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন,পুলিশ জনগনের বন্ধু,মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে সারাদেশের পুলিশ জনগণের সেবায় নিয়োজিত রয়েছে।
সাধারণ মানুষের বিরক্তির সৃষ্টি হয় এমন কোন কাজ বোরহানউদ্দিনে কেউ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সে যে দলেরই হোক ছাড় দেয়া হবে না।
এদিকে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম ,পূর্ব থেকেই জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানান এবং যারা জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটে এমন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের প্রতি নির্দেশনা প্রদান করেন।
তারই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশ পিকআপ গাড়িটিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।