সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশঃ
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২১ আগস্ট (সোমবার) বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ পুকুর,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান,সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পুকুরে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ভোলা জেলা মৎস্য কর্মকতা মোল্লা এমদাদুল্যাহ,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামান,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা,উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকতা মোঃ মিজানুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা (ভারপ্রাপ্ত) কে.এম আসাদুজ্জামান প্রমুখ।