দ্রব্যমূল্যর উর্ধ্বগতি
—- মোঃ মহিউদ্দিন
দ্রব্যমূল্যর উর্ধ্বগতি
জনসাধারণের মহা ক্ষতি
ব্যবসায়ীদের তেলেসমাতি
বুঝিনা তাদের মতিগতি
ব্যবসায়ীরা লোভী অতি
এরা যেন আজব জাতি
মানেনা তারা ব্যবসার নীতি
ইঁদুর বেড়ে হচ্ছে হাতি
অল্প দিনে-ই কোটিপতি
দেখে হয় ভীমরতি
বাজার করি রতি রতি
ধনাঢ্যদের হয়না ক্ষতি
টাকা আছে ব্যাগ ভর্তি
সমাজে এসব অসঙ্গতি
অতি লোভে নষ্ট তাঁতি
ব্যবসায় আসুক সুমতি।