অবচেতন মন
— মোঃ মহিউদ্দিন
———————
দগ্ধ-বিদগ্ধ হৃদয়ে
অতৃপ্ততার দহন,
যেন জ্বলন্ত আগ্নেয়গিরির
বিক্ষিপ্ত লাভার ঝরনা
হৃদয়ে প্রবাহমান !
এক ব্যতিক্রমী অশান্ত জীবন !
সেথায় নিস্তব্ধ-স্তব্ধ শব্দহীন,
নেই কোন পাখির কুজন !
নেই অরণ্য ঘন বন !
যাক্কুম ফলের উদ্ভট গন্ধ
ছড়ায় প্রতিদিন,
তীক্ষ্ণকাঁটার আঘাতে
ক্ষতবিক্ষত প্রাণ।
সেথায় নিত্যই চলে
অসুরের আক্রমণ !
সীমারের তীক্ষ্ণ খঞ্জর
হিংস্র হায়েনাদের তর্জন-গর্জন।
হৃদয়ে রন ক্ষেত্র
চিন্তারা সব যুদ্ধাহত সৈনিক
ধু-ধু মরুময় সবুজ হীন,
এক ব্যতিক্রমী জীবন !
এথায় সেথায় নিরানন্দ
চলন বলন!
মাঝেমধ্য কুম্ভকর্ণের মতো
ঘুমিয়ে থাকা দীর্ঘক্ষণ,
এক অবচেতন মন !