• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৯ কোটি টাকা মূল্যের ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন তজুমুদ্দিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম বোরহানউদ্দিনে যুবদলের কমিটিতে পদ ভাগিয়ে নেয় যুবলীগ নেতা  ভোলায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হামলায় সালাউদ্দিন গুরুতর আহত ফের ভোলা জেলার ১০ টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সিরাজুল ইসলাম ভোলায় আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করলেন আন্দালিব পার্থ ভোলায় সাবেক মন্ত্রী ও মেয়র পিতা নাজিউর রহমান মঞ্জু’র ১৭ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া চাইলেন পার্থ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক ভালো কিছু নিয়ে আসবে: ভোলায় ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভোলায় জাতীয়বাদী জিয়া সৈনিক দলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত  ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও মাদকসহ ৫ সন্ত্রাসী আটক

সেচ্ছাসেবক দলের নেতার হামলায় নিহত ১ অন্তঃস্বত্ত্বা নারীসহ আহত ৬

NEWS ROOM / ১৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ

ভোলার চরফ্যাশনে পূর্ব বিরোধের জেরে সেচ্ছাসেবক দল নেতার হামলায় মাসুদ (৩৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই পরিবারের অন্তঃস্বত্ত্বা নারীসহ আরো ৬ জন। শুক্রবার বেলা ১১ টায় দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই গ্রামের আবদুল খালেকের ছেলে ও ঢাকা সাভার এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
নিহতদের ভাই রায়হান জানান, তিনি এবং তার ভাইয়েরা ঢাকার সভার এলাকায় ক্ষুদ্র ব্যবসা করেন। ঈদে তারা ঢাকা থেকে আবুবক্করপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার রাতে তার স্ত্রী আকলিমা ও বোন সিমার মধ্যে ঝগড়া হয়। এসময় প্রতিবেশী আবুবক্করপুর ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতা আলামিনসহ কয়েকজন যুবক ওই বাড়িতে গিয়ে ঝগড়ার কারণ জানতে চান।

এসময় তার ছোট ভাই রাসেল তাদেরকে ঘরে ঢুকতে না দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন। এনিয়ে ওই সেচ্ছাসেবক দল নেতার সাথে তাদের তর্কবিতর্ক হয়। তর্কের এক পর্যায়ে সেচ্ছাসেবক দল নেতা তার দলবলকে ডেকে এনে রাতেই প্রথম দফায় ওই বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। পরে স্থানীয়রা ছুটে এসে তৎক্ষনিক ওই ঘটনার মিমাংসা করে দেন। এতে সন্তুষ্ট হননি সেচ্ছাসেবক দল নেতা আলামিন। তার অব্যহত হুমকিতে বাড়িতেই অবরুদ্ধ ছিলেন তার পরিবারের সদস্যরা।
শুক্রবার তাদের পারিবারিক কাজের জন্য তিনি এবং অপর ভাই মহসিন স্থানীয় দুলারহাট বাজারে যাচ্ছিলেন এসময় সেচ্ছাসেবক দল নেতা আলামিনসহ তার সাঙ্গপাঙ্গরা মোটরসাইকেলে গিয়ে তাদের গতিরোধ করে দুই ভাইকে বেদড়ক মারধর করেন। এতেই ক্ষ্যান্ত হননি ওই সেচ্ছাসেবক দলের নেতা আলামিনসহ তার দলবল। ফের তাদের বাড়িতে গিয়ে বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। এসময় তার পরিবারের সদস্য ভাই মাসুদসহ অপর সদস্যরা বাধা দিলে ওই নেতার দলবলের মারধরে ভাই মাসুদসহ অপর ৬ সদস্য গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে তার বড় ভাই মাসুদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহতের চাচা সালাউদ্দিন জানান, পুর্বের ঘটনার জন্য একটি সমোঝতার তারিখ হয়েছিলো। ওই সমোঝতার তারিখ উপেক্ষা করে অভিযুক্ত ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আলামিন শুক্রবার সকালে ফের তার দুই ভাতিজার ওপর হামলা চালিয়ে ফের তাদের বাড়ি ঘর ভাঙচুর করেন। তাদের হামলা ও মারধরে তার ভাতিজা মাসুদ নিহত হয়েছেন। এ হত্যার বিচারের দাবী জানান তিনি।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ ইফতেখার জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানোর প্রস্ততি চলছে পাশাপাশি মামলা দায়ের ও অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি