রনি ইসলামঃ
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করতে বিএনপি এবার রাজধানী ঢাকাসহ সারা দেশে ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে ভোলা ০২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের দিকনির্দেশনায়, আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা বোরহানউদ্দিন বি এন পি অফিসের সম্মুখে নেতৃবৃন্দের সংগ্রামী বক্তৃতার মাধ্যমে উক্ত দিবস পালন করা হয়।আলোচনা শেষে একটি বিশাল রেলি বোরহানউদ্দিন শহর পায়ে হেঁটে প্রদিক্ষণ করে।
ভার্চুয়ালি প্রধান অতিথি আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম, সাবেক সফল সংসদ সদস্য, ভোলা ০২ বিশেষ অতিথি ছিলেন জনাবা মাফরুজা সুলতানা, সভাপতি, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান ও পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মূর্ধার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি সদস্য সচিব এডভোকেট আজম কাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ আলম, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান কবির, যুগ্ম আহ্বায়ক আলী আকবর পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি।
দিবসটি উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে।
ভার্চুয়ালি বক্তৃতায় সংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন আজকের দিনের গুরুত্ব তুলে ধরে বলেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যম-িত। ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল। এই বিপ্লবে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে উঠিয়েছিলেন। আর সেজন্যই জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্ব অপরিসীম।
ভোলা বোরহানউদ্দিন-দৌলত খানের মাটি বিএনপির ঘাঁটি।আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ।