জাকির হোসেন সোহেল ষ্টাফ রিপোর্টারঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মোঃ মমিন (৭), পিতা- মহিউদ্দিন এর মৃতদেহ পাওয়া গেছে।
পিতা ও মামার অভিযোগ, গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে মমিন নিখোঁজ হয়।
আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ২০২৫ সকালে নাসির ঢালির বাগানের মধ্যে মৃতদেহ দেখতে পায়।
মৃতদেহ নিশ্চিত হওয়ার পর এই বিষয়ে জানতে বোরহানউদ্দিন থানায় যোগাযোগ করলে থানা থেকে জানানো হয়, বোরহানউদ্দিন থানা কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তবে, সাত বছরের শিশু মমিন এর মৃতদেহ উদ্ধার হলে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা যায়। কানাঘুষা করছে স্থানীয়রা, মাত্র সাত বছরের শিশু কি এমন করেছে যে, তাকে মেরেই ফেলতে হলো?
এই ঘটনায় বোরহানউদ্দিন থানা পুলিশ মোঃ তামিম (১৪), পিতা- সিরাজুল ঢালী, সিরাজুল ঢালী (৫৫), পিতা মোয়াজ্জেল ঢালি, ছুকানুর বেগম (৪৫), স্বামী- সিরাজুল ঢালি’কে আটক করে থানা হেফাজতে রেখেছে।